আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে লাল পতাকা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় সিরাজগঞ্জ শহরে খলিফাপট্রিস্থ জেলা কার্যালয় হতে বর্নাঢ্য লাল পতাকা মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার ষ্টেশনে স্বাধীনতা স্কয়ার এম. এ রউফ পাতা মুক্ত মঞ্চে এক সমাবেশে বক্তব্যে রাখেন , জেলা বাসদএর আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নব কুমার কর্মকার।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বগুড়া জেলা আহ্বায়ক এড, সাইফুল ইসলাম পল্টু, কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সহ -সভাপতি নওগাঁ জেলা বাসদের আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুল , বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব এড, আনোয়ার হোসেন, জেলা সদস্য আব্দুলাহ আল মামুন, শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি পলাশ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার গৌর এবং সভা পরিচালনা করেন, জেলা সদস্য তারিকুজ্জামান টরিক ।
সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, দেশের মানুষ আজ মহা সংকটে নিমজ্জিত, শিক্ষা চিকিৎসা ব্যবস্থা থেকে দেশের মানুষ বঞ্চিত, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে দেশে নেমে এসেছে বিপর্যয়। অথচ এ সরকার উন্নয়নের ধুয়া তুলে দেশ চলাচ্ছে লুট- পাট । এই নির্যাতনকারি জুলুমবাজ সরকারের বিরুদ্ধে গন সংগ্রাম গড়ে তোলার জন্য নেতৃবৃন্দএবং জনগনের প্রতি আহ্বান জানান ।
শেষে নব গঠিত জেলা কমিটি পরিচয় করিয়ে দেন এড, সাইফুল ইসলাম পল্টু।
আপনার মতামত লিখুন :