বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মত জাতীয় সংবিধান দিবস-২০২২ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (০৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারঃ) অদ্বৈত্য কুমার অপু, চরকাই রেঞ্জ সহকারি বন সংরক্ষক মাসুম আলম, চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সিনিয়র আইনজীবী মওলা বক্স, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, রামকৃষ্ণপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার মতিন প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কু্ল-কলেজের প্রধান, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :