বেনাপোল বন্দর কর্তৃপক্ষের গাফিলতির কারণে স্থলবন্দরে আবারও আগুন, বলছে ফায়ার সার্ভিস কর্মী


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২২, ১২:১০ অপরাহ্ন / ৪০১
বেনাপোল বন্দর কর্তৃপক্ষের গাফিলতির কারণে স্থলবন্দরে আবারও আগুন, বলছে ফায়ার সার্ভিস কর্মী

 

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি

বেনাপোল স্থলবন্দরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ১২ টার সময় বন্দরের ৩২ নং শেডে আগুন লাগে।

স্থানীয়রা জানান, হঠাৎ শেডে আগুনের ধোঁয়া দেখে, তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুনের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।বন্দরে আগুন লাগার বিষয়ে বন্দর কর্তৃপক্ষকে আরও বেশি সতর্ক হতে হবে। বিদ্যুৎ লাইন সহ সব কিছুই সঠিক ভাবে মেরামত করতে হবে। কিন্তু তারা বৈদ্যুতিক লাইনের সঠিক মেরামত না করায় বারবার এ আগুনের ঘটনা ঘটছে।

বন্দর কর্তৃপক্ষ বলেন, আগুন লেগেছিল। তা এখন নিভে গেছে। তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।