বোয়ালমারীতে ফ্রিজের গ্যাস বিস্ফোরিত হয়ে টেকনিশিয়ান গুরুত্বর আহত সহযোগী নিহত


প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২২, ৬:৫২ অপরাহ্ন / ৩৭৯
বোয়ালমারীতে ফ্রিজের গ্যাস বিস্ফোরিত হয়ে টেকনিশিয়ান গুরুত্বর আহত সহযোগী নিহত

 

এস এম রুবেল (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে ফ্রিজের গ্যাস বিস্ফোরন হয়ে টেকনিশিয়ান সিরাজ আহত ও তাঁর সহযোগী শ্যালক নিহত হয়েছে। আহত টেকনিশিয়ান ময়না ইউনিয়নের গৌরীপুর গ্রামের সিরাজ শেখ (৩৫), এবং নিহত শ্যালক একই গ্রামের রবিউল ইসলামের ছেলে সপ্তম শ্রেণীর ছাত্র রিফাত হোসেন।
শুক্রবার বেলা ১২টায় গোহাইলবাড়ী বাজারের টেকনিশিয়ান সিরাজ শেখের দোকানে এ বিস্ফোরণের দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোহাইলবাড়ী বাজারে ফ্রিজ টেকনিশিয়ান মো. সিরাজ শেখের দোকানে একটি ফ্রিজে গ্যাস ঢোকানোর সময় অসতর্কবসত গ্যাসের পরিমান কম বেশি হওয়ায় ফ্রিজটি বিস্ফোরিত হয়। এ সময় শব্দ শুনে বাজারের লোকজন এসে
টেকনিশিয়ানকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা হসপিটালে ভর্তি করা হয়, এবং টেকনিশিয়ানের সহযোগী শ্যালক রিফাত হোসেন ঘটনা স্থলে মারা যান।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোহাইলবাড়ী বাজারে ফ্রিজ বিস্ফোরিত হয়ে ঘটনা স্থলে টেকনিশিয়ানের সহযোগী একজন নিহত হয়েছে এবং ফ্রিজ টেকনিশিয়ান গুরুত্বর আহত হয়েছেন।
এ নিয়ে কোন পক্ষের অভিযোগ না থাকায় লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।