ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
মহারাষ্ট্র রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ও নব শিবসেনা জোট কে ধরাশায়ী করে ভারতের জাতীয় কংগ্রেসের জোট ব্যাপক সাফল্য অর্জন করেছে। এই রাজ্যের মোট ১,হাজার, ১৬৫,টি, পঞ্চায়েত নির্বাচন করা হয়। তার মধ্যে বিজেপি পেয়েছে ২৩৯,টি, এবং তার সঙ্গী নব শিবসেনা পেয়েছে ১১৩,টি, সিট, এবং ভারতের জাতীয় কংগ্রেসের দখলে আসে ১৪৩,টি, পঞ্চায়েত ও জোট এন সি পি ১৫৫টি, এবং মহারাষ্ট্র রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও শিবসেনা নেতা উদ্ভব ঠাকুরের দখলে গিয়েছে মোট ১৫৩,টি, পঞ্চায়েত। এখানে ১৮,জেলার, বেশিরভাগ ক্ষেত্রেই ভারতের জাতীয় কংগ্রেসের জোট এগিয়ে গেছে। অন্যদিকে বিজেপি ও নব শিবসেনা কে পরাজিত করে নাগপুর জেলার ১৩,টি, আসনের মধ্যে ভারতের জাতীয় কংগ্রেসের দখলে গিয়েছে ৯,টি, জেলা পরিষদ। এই জেলায় মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের ও একনাথ শিন্ডের নব শিবসেনা র শক্তিশালী ঘাঁটি ছিল। এখানে বিজেপি ও নব শিবসেনা কে চুরমার করে ভারতের জাতীয় কংগ্রেসের জোট এগিয়ে গিয়েছে।।
আপনার মতামত লিখুন :