হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া ভেড়ামারায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল সমাবেশের আয়োজন করে উপজেলা জাসদ। সোমবার বিকালে ভেড়ামারা স্থানীয় বাস ষ্টান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা পৌর জাসদের হাসান বিন মাহমুদ ঝন্টুর সভাপতিত্বে ও উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনছার আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জাসদ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন।
অন্যান্যের মধ্যে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, ভেড়ামারা পেীরসভার মেয়র আনোয়ারুল কবর টুটুল,শিল্প ও শ্রম বিষয়ক সম্পাদকসাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল হক ডাবলু, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট তানজিলুর রহমান এনাম, চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন-সহ জেলা ও উপজেলা জাসদের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নানা রকম ফেস্টুন ও ব্যানার সম্বলিত মিছিল নিয়ে জাতীয় মহিলা জোট, জাতীয় শ্রমিক জোট, জাতীয় যুব জোট ও বাংলাদেশ ছাত্রলীগের শত শত দলীয় নেতা-কর্মী সমাবেশে যোগদান করেন।
আপনার মতামত লিখুন :