ময়মনসিংহে যুবলীগের ৫০বছর সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব সমাবেশ বিভাগীয় প্রস্তুতি সভা


প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২২, ৯:১১ অপরাহ্ন / ৩৭৬
ময়মনসিংহে যুবলীগের ৫০বছর সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব সমাবেশ বিভাগীয় প্রস্তুতি সভা

 

আনোয়ার তালুকদার, ময়মনসিংহ।
আজ রবিবার (৩০ অক্টোবর ২০২২) তারিখ সন্ধ্যা ৬টায় ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটরিয়াম টাউন হল চত্বরে আওয়ামী যুবলীগের৫০বছর প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব সমাবেশ সফল করার লক্ষ্যে বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার জনাব মুজিবুর রহমান নিক্সন চৌধুরী,এমপি।

তিনি বলেন,২২ অক্টোবর বাংলাদেশ আওয়ামী যুবলীগের বর্ধিত হয়েছে। যেখানে বাংলাদেশের সকল জেলা মহানগর উপজেলা থানা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক যুগ্ন আহ্বায়কগণ উপস্থিত ছিলেন।

আপনারা ওয়াদা করেছিলেন সর্বোচ্চ সংখ্যক লোক নিয়ে আগামী ১১ ই নভেম্বর ঐতিহাসিক সুরাজ উদ্দানে যুব মহাসমাবেশ সফল করবেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ৫০ বছর আগে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন।

আজ তারই সন্তান শেখ ফজলেস শামস পরশ যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন তারেক রহমান বিদেশে বসে কল কাটেন আসেন আর ফখরুল সাহেব ঘোষণা দিচ্ছেন ডিসেম্বর মাসে বাংলাদেশ দখল করবেন আমি ফখরুল সাহেবকে বলতে চাই তাদের জন্য যুবলীগী যথেষ্ট।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ আহমদ এমপি, প্রতিমন্ত্রী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল, এমপি, মিস্টার জুয়েল আরে্ এমপি, যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার, সুব্রত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ইকরামুল হক টিটু মেয়র, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, এহতেশামুল আলম সভাপতি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ, মোহিত উর রহমান শান্ত ,সাধারণ সম্পাদক, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ, রফিকুল আলম জোয়ারদার সৈকত যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগ, জহির উদ্দিন খসরু,সাংগঠনিক সম্পাদক, আওয়ামী যুবলীগ।

ময়মনসিংহ বিভাগীয় যুব সমাবেশে ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ মহানগর, জামালপুর, শেরপুর ,নেত্রকোনা , কিশোরগঞ্জ জেলা যুবলীগের নেতৃবৃন্দদের নিয়ে প্রস্তুতি সভা। সারা শহর জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। ময়মনসিংহ শহর যেন বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।