ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়নে ফাঁসিতে ঝুলন্ত এক নারীর লাশ উদ্ধার


প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৪, ৯:৫৩ অপরাহ্ন / ৭১
ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়নে ফাঁসিতে ঝুলন্ত এক নারীর  লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহ  সদর উপজেলার সিরতা ইউনিয়নের কোনাপাড়া থেকে  উম্মে হানী (২৫) নামের এক গৃহবধুর লাশ  উদ্ধার  করেছে পুলিশ।

আজ সোমবার (১৫ এপ্রিল) দুপুর-১২.৩০ মিনিটে ঘটে গেল ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়নের চর ভবানী পুর কোনাপাড়া চৌরাস্তা মোড়ে ফাঁসিতে ঝুলে উম্মে হানী (২৫) নামের এক নারীর মৃত্যু খবর। মৃত উম্মে হানী (২৫) এর স্বামী সেলিম মিয়া (২৮) পিতা-আতাউল্লাহ্। প্রাথমিক ভাবে হত্যা বলে ধারণা করা হচ্ছে।

তবে স্থানীয় সুত্রে জানা যায়, স্বামী সেলিম (২৮) প্রায় সময়ে তার স্ত্রী উম্মে হানীকে মারধর করে। এমনকি গতকাল রাতে আবার আজও মারধর করার বিষয়ে জানা যায়। স্থানীয় লোকজন হত্যা বলেই বলাবলি করছে। এদিকে স্বামী সেলিম (২৮) নেশা খোঁড়, কেউ কেউ বলছে মাদকদ্রব্য বেচা-কেনার সাথে জড়িত বলেও জানান স্থানীয়রা।

এ ঘটনায় থানায় খবর দিলে কোতোয়ালী মডেল থানার র সঙ্গীয় অফিসার ফোর্সদের সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে স্থানীয় লোকজনদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মৃত উম্মে হানীর মরদেহকে থানায় নিয়ে আসে। এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি মাঈন উদ্দিন সাংবাদিকদের জানান, উম্মে হানী নামের এক নারীর মৃত্যুর ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়ছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।


There is no ads to display, Please add some