মাগুরা জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশুদের কোভিড-১৯ টিকাদান উপলক্ষে ক্যাম্পেইন


প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২২, ১০:০৬ অপরাহ্ন / ৪৩৫
মাগুরা জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশুদের কোভিড-১৯ টিকাদান উপলক্ষে ক্যাম্পেইন

 

মোঃ রাশিদুল ইসলাম
মাগুরা প্রতিনিধিঃ

মাগুরা জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু, কিশোর- কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের C4D খাতের আওতায় ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ২৬ অক্টোবর বুধবার দুপুরে মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কমিউনিটি ডায়ালগ/ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জজ কোর্টের সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ ফরিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম, মাগুরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান। উক্ত অনুষ্ঠানে জগদল ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । এই মতবিনিময় সভায় ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান প্রদান উপলক্ষে অভিভাবকদের অবহিত করা হয়। অনুষ্ঠানে এলাকার মসজিদের ইমাম, জনপ্রতিনিধি, নারী, পুরুষ, কিশোর কিশোরী সহ শতাধিক অংশগ্রহণ করেন।


There is no ads to display, Please add some