মানিকছড়িতে গ্রামীণ ব্যাংক যোগ্যছোলা শাখায় কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২২, ৯:২৪ পূর্বাহ্ন / ৭৭২
মানিকছড়িতে গ্রামীণ ব্যাংক যোগ্যছোলা শাখায় কর্মশালা অনুষ্ঠিত

এম.জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

নোবেল জয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের যোগ্যছোলা মানিকছড়ি শাখায় ত্রৈমাসিক কেন্দ্র প্রধান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় শাখার বিভিন্ন কেন্দ্র থেকে নারী সদস্যরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী সদস্যদের মাঝে বিভিন্ন প্রকার ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
২০ অক্টোবর-২০২২ খ্রি. বৃহস্পতিবার সকালে গাড়িটানা বাজারস্থ ব্যংকটির শাখা অফিসে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শাখা ব্যাবস্থাপক, মোহাম্মদ আবু বকর সিদ্দিকের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, গ্রামীণ ব্যাংকের মাটিরাঙ্গা এরিয়ার এরিয়া ম্যানেজার, (ভারপ্রাপ্ত) মো. সাইফুদ্দীন।
এ সময় শাখার সেকেন্ড অফিসার, মো. মোজাম্মেল হোসাইন, অফিসার পূর্ণিমা চাকমা, সিনিয়র কেন্দ্র ব্যাবস্থাপক, মো. রুবেল মিয়া উপস্থিত ছিলেন।
শাখা ব্যবস্থাপক জানান, ব্যাংকের পক্ষ থেকে তিন মাস পর পর বছরে ৪ বার এ কর্মশালা হয়ে থাকে।এতে ব্যাংকের প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি, প্রতিনিধিত্বের যোগ্যতা অর্জন, নারীর ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা তৈরি করতে উদ্বুদ্ধ করা হয়। এরিয়া ম্যানাজার বলেন, গ্রামীণ ব্যাংক ভূমিহীন, দরিদ্র, নিম্ন আয়ের সকল শ্রেণী পেশার মানুষের সাথে ১৯৮৩ সাল থেকে কাজ করে আসছে। দারিদ্র্য বিমোচনে অবদান রাখায় ২০০৬ সালে ব্যাংকটির প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক যৌথ ভাবে শান্তিতে নোবেল পুরষ্কার অর্জন করে।


There is no ads to display, Please add some