মান্দায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ


প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২২, ১০:৩৯ অপরাহ্ন / ৫৪৭
মান্দায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

 

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শ্রী কাত্তিক চন্দ্র মন্ডলের উদ্যোগে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে৷

শনিবার সকাল ১০ টায় তার নিজ বাস্তস্থানের পাশে মন্দির মাঠে ৭ শতাধিক অসহায় হতদরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এসব বস্ত্র বিতরন করা হয়।

এসময় শ্রী কার্তিক চন্দ্র মন্ডল জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সর্বক্ষণ অসহায় মানুষের পাশে থেকেছেন এবং তার দলীয় নেতাকর্মীদেরও আহব্বান করেছেন অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে, তাই আমি একজন ক্ষুদ্রতম ব্যক্তি হিসেবে সর্বদাই চেষ্টা করি অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার, এর ধারাবাহিকতায় আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে এই সুবিধা বাঞ্ছিত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছি ৷ ভবিষ্যতেও অসহায় ও সুবিধা বঞ্চিতের পাশে থাকবেন বলেও জানান তিনি ৷

এছাড়াও উক্ত বস্ত্র বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন, সেকেন্দার আলী, ইমরান হোসেন, সুশিল মাস্টার, আব্দুল হামিদ প্রমুখ।


There is no ads to display, Please add some