মান্দায় পুলিশের অভিযানে আটক ১৩


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২২, ৯:১৯ অপরাহ্ন / ৪২৬
মান্দায় পুলিশের অভিযানে আটক ১৩

 

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন আসামিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার খুদিয়াডাঙ্গা গ্রামের মামুনুর রশীদ, মদনচক গ্রামের আব্দুস সালাম ও আলমগীর মণ্ডল, বড়পই উত্তরপাড়া গ্রামের বাবুল আক্তার মণ্ডল, কোঁচড়া মধ্যপাড়া গ্রামের সিদ্দিক মোল্লা, শ্রীরামপুর গ্রামের হেলাল উদ্দিন, ভারশোঁ গ্রামের এরশাদ আলী, দেলুয়াবাড়ি গ্রামের আহসান হাবীব ও তার স্ত্রী সাথী আক্তার, গনেশপুর গ্রামের সৈকত আলী, সাজেদুল ইসলাম, আবু হাসান ও দেলোয়ার হোসেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিপিএম জানান, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরোয়ানাভূক্ত ছয়জনসহ ১৩ আসামিকে আটক করা হয়েছে। ওসি আরও বলেন, আটককৃতদের আজ বৃহস্পতিবার নওগাঁ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ৷