স্টাফ রিপোর্টোরঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময় এর চাটখিল প্রতিনিধি সাংবাদিক মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া)।
১০ নভেম্বর ২০২২ ইং তারিখে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং উপ রেজিস্ট্রার স্বাক্ষরিত চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির পূর্ণাঙ্গ তালিকা ১৫ নভেম্বর ২০২২ ইং তারিখে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়, এতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক গভর্নিং বডির সভাপতি মনোনীত হন ফয়সাল আল মাহমুদ।
দাতা সদস্য, জাকির হোসেন জাহাঙ্গীর, বিদ্যোৎসাহী সদস্য-বেলায়েত হোসেন, কামাল হোসেন, মোজাম্মেল হক, অভিভাবক সদস্য – সাংবাদিক মেহেদী হাছান, কামাল হোসেন, আবু মাসুদ। শিক্ষক প্রতিনিধি – মাওলানা মুতাসিম বিল্লাহ, মাওলানা শিহাব উদ্দিন, মো.মামুন হোসেন। চিকিৎসক ক্যাটাগরিতে – উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, প্রতিষ্ঠাতা সদস্য-মোস্তাফিজুর রহমান এবং সদস্য সচিব-অধ্যক্ষ।
উল্লেখ্য, গভর্নিং বডির প্রথম সভায় কমিটির সদস্যদের ভোটে সহ-সভাপতি নির্বাচিত হন সাংবাদিক মেহেদী হাসান (রুবেল ভূঁইয়া)।
আপনার মতামত লিখুন :