এম.জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-
খাগড়াছড়ি ক্লাস্টার পরিষদের উদ্যোগে এবং দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি. (কালব) এর সহযোগিতায় মাটিরাঙ্গা উপজেলা মারমা উন্নয়ন সংসদ ভবনে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২০ অক্টোবর-২০২২ খ্রি. বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা সমবায় অফিসার, মো. আমান উল্লাহ খান। খাগড়াছড়ি ক্লাস্টার পরিষদের চেয়ারম্যান ও ত্রিপুরা য়াক বাকসা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কিশোর ত্রিপুরা সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার প্রাপ্ত, দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ও কালব যুব বিষয়ক উপ-কমিটির সদস্য, সুইচিংপ্রু মারমা, এতে আরও উপস্থিত ছিলেন, কমলছড়ি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ও খাগড়াছড়ি ক্লাস্টার পরিষদের ভাইস- চেয়ারম্যান, সাগরময় তালুকদার, খাগড়াছড়ি ক্লাস্টার পরিষদের সেক্রেটারী ও মাটিরাঙ্গা উপজেলা মডেল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারী, দেবাশীষ চাকমা, মাটিরাঙ্গা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান, মর্ম সিং ত্রিপুরা, হিল বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ঋণদান কমিটির সেক্রেটারী ও খাগড়াছড়ি ক্লাস্টার পরিষদের পরিচালক, মংশি মারমা প্রমুখ।
আপনার মতামত লিখুন :