যমুনা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ ধরায় ৪ জেলেকে কারাদণ্ড অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২২, ৯:২৮ অপরাহ্ন / ৩৯৭
যমুনা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ ধরায় ৪ জেলেকে কারাদণ্ড অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের সদর অংশে যমুনা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা মা ইলিশ ধরায় ৪ জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এবং অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা সহ আটককৃত ১ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) ভোর হতে বিকেল পর্যন্ত
মা ইলিশ সংরক্ষণ অভিযান এর ১৬তম দিনে

এ অভিযানে নৌ-পুলিশ সিরাজগঞ্জ সহযোগে অভিযান পরিচালনা করেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব শাহীনা ফেরদৌসী।

এ সময়ে সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন এবং যৌথ অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা টাংগাইল মোঃ এমদাদুল হক,

সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান, সিনিয়র সহকারী পরিচালক সিরাজগঞ্জ ও টাংগাইল, উপজেলা নির্বাহী অফিসার, চৌহালী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টাংগাইল সদর মোঃ আইয়ুব আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গোপালপুর, উপজেলা মৎস্য কর্মকর্তা চৌহালী সহ সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ সদর, টাংগাইল সদর, গোপালপুর, উপজেলা মৎস্য দপ্তর, চৌহালী, কালিহাতী ও ভূয়াপুর এর সকল কর্মকর্তা ও কর্মচারী এবং নৌ-পুলিশ সিরাজগঞ্জ, বঙ্গবন্ধু সেতু পূর্ব, গোপালপুর ও তাঁদের টিম এবং চৌহালী’র আনসার সদস্যরা উপস্থিত ছিলেন ।