রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ চলাকালে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান।
তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। মোস্তাফিজুর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি সমাবেশের মঞ্চ থেকে মাইকে ঘোষণা দিয়ে নিশ্চিত করা হয়।
কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, গণসমাবেশে যোগ দিতে সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে মোস্তাফিজুর কাহারোল থেকে রংপুরে যান। এরপর ৪টার দিকে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
আপনার মতামত লিখুন :