রংপুরে রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠনস, রাজু সভাপতি সাইদুল সম্পাদক! বিভিন্ন মহলের অভিনন্দন


প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২২, ৯:২৮ অপরাহ্ন / ৪২৬
রংপুরে রিপোর্টার্স ইউনিটির কমিটি  গঠনস,  রাজু সভাপতি সাইদুল সম্পাদক!  বিভিন্ন মহলের অভিনন্দন

 

রিয়াজুল হক সাগর রংপুর প্রতিনিধি: রিপোটার্স ইউনিটি রংপুরের কাউনিয়া উপজেলা শাখার শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজুকে সভাপতি এবং সাইদুল ইসলাম কে সাধারন সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজু, সাধারন সম্পাদক সাংবাদিক সাইদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জহির রায়হান নির্বাচিত হওয়ায় কাউনিয়া উপজেলার বিভিন্ন স্তরের মানুষের অভিনন্দনে ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

নবগঠিত কমিটিতে মো: মনিরুল ইসলাম মিন্টুকে উপদেষ্ঠা,
শাহ মোবাশ্বেরুল ইসলামকে সভাপতি, মোঃ আবু হাসান সিঃসহ সভাপতি, আব্দুর রাজ্জাক সহ সভাপতি, আবু আহসান সিদ্দিকী পল্লব সহ সভাপতি, মো: সাইদুল ইসলাম সাধারণ সম্পাদক, আসাদুজ্জামান আসাদ সহ সাধারন সম্পাদক, মো: জহির রায়হানকে সাংগঠনিক সম্পাদক , প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, কোষধ্যক্ষ মিজানুর রহমান ( ইউটিবার),সদস্য
মো: জুলহাস হোসেন, মোকছেদ আলী ও রতন সরকার
করে কমিটি গঠন করা হয়।

নবগঠিত কাউনিয়া উপজেলা রিপোটার্স ইউনিটির এই কমিটির কাছে সাধারণ মানুষের প্রত্যাশা ন্যায়ের পক্ষে তাদের কলম চলবে অনবরত।