রংপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২২, ৯:৪৭ অপরাহ্ন / ৫৬৩
রংপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর  মৃত্যুদন্ড

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর নগরীর ধাপ মোহাম্মদপুর আটিয়াটারী মহল্লায় যৌতুকের এক লক্ষ টাকা দিতে অপরাগতা প্রকাশ করিলে নিজ বাড়িতে মুখে কাদা বালি ও চোখে মলম দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্ত্রী সুলতানা পারভীন কে স্বামী সোহেল রানা। পরে স্ত্রীর মরদেহ বাড়ীর পাশের একটি পাট ক্ষেতে ফেলে পালিয়ে যায় পাষন্ড স্বামী সোহেল রানা। দীর্ঘ পাচ বছর শুনানী শেষে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদন্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত।
বুধবার দুপুর ১টায় এ রায় প্রদান করেন রংপুরের নারী ও শিশু দমন নির্যাতন ট্রাইবুন্যাল আদালত এর বিচারক মোস্তফা কামাল।রায় ঘোষনার সময় ঘাতক সোহেল রানা আদালতে উপস্থিত ছিলো। পরে কঠোর পুলিশী পাহারায় প্রিজন ভ্যানে করে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।


There is no ads to display, Please add some