রংপুর নগরীতে অনুমোদনহীন চায়না ব্যাটারির একটি কারখানায় অভিযান


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২২, ৯:২৭ অপরাহ্ন / ৩৮৮
রংপুর নগরীতে অনুমোদনহীন চায়না ব্যাটারির একটি কারখানায় অভিযান

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর নগরীতে অনুমোদনহীন চায়না ব্যাটারির একটি কারখানায় অভিযান পরিচালনা পরিচালনা করেছে বিএসটিআই। গতকাল বুধবার দুপুরে নগরীর সিগারেট কোম্পানী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অনুমোদহীন ওই কারখানার মালিককে জরিমানা না করে ১৫ দিনের মধ্যে লাইসেন্স করতে বলা হয়েছে।
বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস সূত্রে জানাগেছে, নগরীর বাহার কাছনা আদর্শপাড়া এসএ এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়। এসময় চায়না লেখা বহুল প্রচারিত বাটার ফ্লাই, নিশান, জুফেইন,দাইয়ু ব্রান্ডের অটোগাড়িতে ব্যবহৃত পাউডার ব্যাটারির সন্ধান পাওয়া যায়।এসময় বিএসটিআই কর্তৃপক্ষ প্রতারণা পরিহার করে মান সম্মত লেবেল প্রস্তুত করে পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ দেন। উক্ত অভিযানে অংশ নেন রংপুর বিএসটিআই এর সহকারি পরিচালক জাহিদুর রহমান, ফিল্ড অফিসার মেসবাহ- উল-হাসান ও মারুফা বেগম।
এব্যাপারে বিএসটিআই রংপুর অফিসের উপ-পরিচালক মফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, উক্ত প্রতিষ্ঠানে স্বত্তাধিকারিকে ১৫ দিনের মধ্যে লাইসেন্স গ্রহণ করতে বলা হয়েছে। তা না হলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।