রসিক নির্বাচনে আ.লীগের মেয়রপ্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২২, ৮:৫২ অপরাহ্ন / ৪১৮
রসিক নির্বাচনে আ.লীগের মেয়রপ্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ।

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

উল্লেখ্য, হোসনে আরা লুৎফা ডালিয়া বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য।