মোঃ মোজাম্মেল হোসাইন
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
রামগড়ে বিশ্ব সমাজকর্ম দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে বৃহষ্পতিবার (১ ডিসেম্বর) উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে র্যালী বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাতের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ বি এম মোজাম্মেল হক, উপজেলা সমাজসেবা অফিসার আজিজুর রহমান আনজুম, শহর সমাজসেবা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবুল কালাম,সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু প্রমুখ। দিবসটি উপলক্ষ্যে ঋণ বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :