মোঃ মোজাম্মেল হোসাইন
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ৪৩ বিজিবি কর্তৃক পরিচালিত সীমান্ত পরিবার কল্যাণ সংস্থা। বুধবার( ২৩শে নভেম্বর) সকাল সাড়ে নয়টায় ব্যাটালিয়ন সদরে ৪৩ বিজিবি সহকারি পরিচালক রাজু আহমদ ও তার সহধর্মিনী ২৫০টি পরিবারের হাতে কম্বল তুলে দেন।
তৈচালাস্থ ব্যাটালিয়ান সদর ছাড়াও বিভিন্ন বিওপি এলাকার ৪৫০ টি দুস্থ পরিবারকে কম্বল বিতরণ করা হয়েছে বলে জানিয়ে বিজিবি। শীতের শুরুতেই বিজিবির কম্বল পেয়ে খুশি উপকার ভোগীরা।
রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহমদ বলেন,বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্যরা সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি এ অঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি অটুট রাখতে কাজ করে যাচ্ছে।এছাড়াও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ,দরিদ্রদের মাঝে ত্রান বিতরণ ও দুঃস্থ মানুষের সেবায় বিজিবি সব সময় কাজ করছে।
এ সময় ৪৩ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :