রাষ্ট্রীয় মর্যাদায় কাজিপুরের বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের দাফন সম্পন্ন


প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২২, ১০:০২ অপরাহ্ন / ৫০৮
রাষ্ট্রীয় মর্যাদায় কাজিপুরের বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের দাফন সম্পন্ন

এনামুলহ হক (মনি) কাজিপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি রাজেঊন)। বৃহস্পতিবার বিকেল ৫ টায় তিনি তার নিজ বাড়ি উপজেলার হরিনাথপুর মধ্যে পাড়ায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

 

  1. û

পারিবারিক সূত্রে জানা গেছে, বছর খানেক আগে তিনি স্টোক করেন তারপর প্যারালাইসিস হয়। ঘরে পরার পর তিনি বেশকিছু দিন বিভিন্ন রোগ শোকে ভুগছিলেন। গত ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে তিনি তার নিজ বাড়িতে শেষ নিস্বাস ত্যাগ করেন। তিনি ৭ নম্বর সেক্টরে বিরত্বের সাথে মুক্তিযুদ্ধো করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ মেয়ে, ১ ছেলে সন্তান রেখে গেছেন। বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি ও কাজিপুর চাল কল মালিক সমিতির সভাপতি ছিলেন।

১৮ নভেম্বর (শুক্রবার) সকাল দশটায় আমিনা মনসুর ডিগ্রি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ্যামল কুমার দত্ত (পিপিএম), সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খাঁন, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল বারী, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আব্দুস ছালাম,মকবুল হোসেন, খোসলেহাজ প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের স্বজনরা। #ছবি আছে

এ/ মনি ২১


There is no ads to display, Please add some