লক্ষ্মীছড়িতে ব্রেইন টিউমারে আক্রান্ত শয্যাশায়ী শিক্ষার্থী রিংকি’র পাশে ইউএনও ইমন


প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২২, ২:০৭ অপরাহ্ন / ৪৫৯
লক্ষ্মীছড়িতে ব্রেইন টিউমারে আক্রান্ত শয্যাশায়ী শিক্ষার্থী রিংকি’র পাশে ইউএনও ইমন

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

পার্বত্য জেলা খাগড়াছড়ির দুর্গম জনপদ লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী রিংকি চাকমা ব্রেইন টিউমারে আক্রান্ত।
এই দুর্গম এলাকার অসহায় ও দরিদ্র পিতা সুদীপ চাকমার দুই কন্যা ও ১পুত্র সংসারে অর্থ সংকট থাকায় আদরের কন্যাকে উন্নত চিকিৎসা করাতে পারছিলেন না সুদীপ চাকমা। অসহায় পরিবারের আর্তনাদের খবর পেয়ে ওই অসহায় পরিবার ও দুরারোগ্যে আক্রান্ত ছাত্রীকে দেখতে ছুটে যান লক্ষীছড়ি উপজেলার ইউএনও মো. ইশতিয়াক ইমন।
২৭ অক্টোবর-২০২২ খ্রি. বৃহস্পতিবার বিকেলে উপজেলার অনুন্নত জনপদ নাভাঙ্গাপাড়ায় ব্রেইন টিউমারে আক্রান্ত স্কুল ছাত্রী রিংকি চাকমা অনেকটা বিনা চিকিৎসায় কষ্ট পাওয়ার খবর জানাজানির পর সেখানে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার, মো.ইশতিয়াক ইমন। এ সময় তাঁর সাথে ছিলেন, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান, ত্রিলন চাকমা। এই মেধাবী শিক্ষার্থীর চিকিৎসায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রিংকি’র বাবাকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন, ইউএনও মো. ইশতিয়াক ইমন। এ ছাড়া তিনি রিংকি চাকমার চিকিৎসার জন্য যার যার অবস্থান থেকে এগিয়ে আসার অনুরোধ করেন।


There is no ads to display, Please add some