লাকসামে জেলহত্যা দিবস পালিত


প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২২, ১১:৩৮ অপরাহ্ন / ৪০১
লাকসামে জেলহত্যা দিবস পালিত

রবিউল হোসাইন সবুজ,কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে জেলহত্যা দিবস পালন করেছেন লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
৩ নভেম্বর বৃহস্পতিবার বিকালে লাকসাম উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার জন্য জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী ইছাক মিয়া।
এই সময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউনুস ভুঁইয়া। লাকসাম পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবু তাহের,, গোলাম রাব্বানী মজুমদার, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সাকন, প্রচার সম্পাদক আনিসুর রহমান কাঞ্চন, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, সদস্য মোশাররফ হোসেন মজুমদার, মনির হোসেন, মাসুদ পারভেজ রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।