লাবুর থালায় পাতলা ডাল


প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২২, ৭:৫১ অপরাহ্ন / ৩৯৩
লাবুর থালায় পাতলা ডাল

 

ইলোরা সোমা

ভাতের সাথে নুন ছিল
আর ছিল ডাল,
আজকে লাবুর রাগ চেটেছে
কালকেই কিনবে ডাল।

জাাল দিয়ে লাবু ধরবে মাছ
রান্না হবে বেশ,
লাবুর থালায় মাছের খোল
হয় না যেন শেষ।

ভাবতে লাবু পারছেনা যে
কোন খানে জাল ফেলে
সবখানেতেই আছে মাছ
টেঙরা পুটি বেলে।

এমন করে যাচ্ছে সময়
হচ্ছে আর কাল,
লাবুর থালায় ঢেউ খেলে যায়
শুধুই পাতলা ডাল।