লালপুরের দুড়দুড়িয়াতে ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সহ আটক-৬


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২২, ৯:৪৪ অপরাহ্ন / ৫৮৯
লালপুরের দুড়দুড়িয়াতে ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সহ আটক-৬

মেহেরুল ইসলাম মোহন নাটোর

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য টিপু সুলতান(৪০)ও গ্রাম পুলিশ সাইফুল ইসলাম (৪০)সহ অতি মূল্যবান মুদ্রা বিক্রয়ের নামে প্রতারণা করে সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ কারী প্রতারণা চক্রের মূল হোতা সহ ৬ জনকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।
মঙ্গলবার(১৮অক্টোবর-২২)সকাল ১০ ঘটিকার সময় নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের দুড়দুড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ইউপি সদস্য টিপু সুলতান ও গ্রাম পুলিশ সাইফুল ইসলাম সহ মোট ৬ জনকে আটক করা হয়।
আটক কৃতরা হলেন,একই এলাকার আশরাফ আলীর ছেলে আঃআলীম(৩০),মৃত আব্দস সামাদের ছেলে আঃ কাদের(৪৫),মৃত তজিম উদ্দিনের ছেলে তারিক আলী (৪০) এবং মৃত মফির উদ্দিনের ছেলে মোন্তাজ আলী (৪৪)।
বুধবার(১৯ অক্টোবর-২২)সকালে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৫,
সিপিসি-১(চাপাইনবাগঞ্জ)জানা গেছে,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী র‌্যাব-৫,সিপিসি-১ চাপাই নবাবগঞ্জের একটি অপারেশন দল মঙ্গলবার সকালে লালপুর থানার দুড়দুড়িয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে অতিমূল্যবান মুদ্রা বিক্রির নামে প্রতারণা করে সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূল হোতা সহ ৬ সদস্যকে আটক করা হয়েছে।
এ সময় তাদের নিকট থেকে নগদ ৫ লক্ষ টাকা, ৪টি জাল মুদ্রা,২ টি চুম্বক দন্ড,১ টি মুদ্রা রাখার বাক্স,৪ বোতল মিশ্রিত রাসায়নিক পদার্থ,১ টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।
র‌্যাব আরো জানান,প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় সহজ সরল মানুষদের টার্গেট করে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলে তাদের বিভিন্ন ভাবে কৌশল দেখিয়ে এ ধরনের কাজ করে আসছিলেন বলে স্বীকার করেছেন।তাদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানিয়েছেন তারা।
এ বিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন,এ ঘটনায় লালপুর থানায় ৪০৬, ৪২০ ও ৪৩৪ ধারায় মামলা হয়েছে। বুধবার সকালে গ্রেপ্তারকৃদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।


There is no ads to display, Please add some