লালপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,জিজ্ঞাবাদের জন্য স্বামী আটক


প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২২, ২:৩২ অপরাহ্ন / ৩৮৮
লালপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,জিজ্ঞাবাদের জন্য স্বামী আটক

মেহেরুল ইসলাম মোহন নাটোর

নাটোরের লালপুরে এক গৃহবধূর রহস্য জনক মৃত্যু হয়েছে এবং স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে লালপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার(৩ নভেম্বর-২২)দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই নারী একই এলাকার শাকিলের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে,ভাটপাড়া গ্রামের শাকিলের স্ত্রী শুকতারা(২০) রাতের খাওয়া দাওয়া শেষে পেটের ব্যথা জনিত কারণে গ্যাষ্টিকের ট্যাবলেট খেয়ে নিজ ঘরে শুয়ে পড়ে।পরে স্বামী শাকিল রাত সাড়ে ১১ টার দিকে এসে দেখে শুকতারা মৃত অবস্থায় বিছানার উপরে পড়ে আছে।তারপর বিষয়টি পরিবার সহ আত্মীয়-স্বজনকে জানিয়ে লালপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ শুকতারার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে লালপুর থানার তদন্ত ওসি জালাল উদ্দিন বলেন,খবর পাওয়ার পরে লালপুর থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে শুকতারার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।স্বামী শাকিল কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে লালপুর থানায় নিয়ে এসেছে।
তিনি আরও বলেন,নিহত শুকতারার পরিবারের লোকজন থানায় অভিযোগ করলে এবং ময়না তদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।