মেহেরুল ইসলাম মোহন নাটোর
নাটোরের লালপুরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক স্কুল ছাত্রকে চাপা দিয়ে গুরুতর আহত করেছে একটি মালবাহী ট্রাক।
এ ঘটনায় ঘাতক ট্রাক নং নাটোর -ট-১১-০০২২ আটক করেছে লালপুর থানা পুলিশ।
বুধবার (১৯শে অক্টোবর-২২) সকাল সাড়ে ৯টার দিকে লালপুর উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।আহত রাফি(১৪) উত্তর লালপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে বলে জানা গেছে।আহত রাফিকে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করে।
অন্যদিকে মঙ্গলবার (১৮অক্টোবর)দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নসিমন গাড়ি ইপিজেড কর্মী নিয়ে লালপুর অভিমুখে ফেরার পথে ভাদুর বটতলা নামক স্থানে পৌছালে অপর দিক থেকে আসা পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষ ঘটে।এ ঘটনায় স্থানীয়রা জরুরি ভাবে ঈশ্বরদী ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত ইপিজেড কর্মীদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করে।
অপর আহত ব্যাক্তিরা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। আহতরা হলেন লালপুর উপজেলার গৌরীপুর গ্রামের নাসরিন (২২)তাহেরা(১৮)নুরুল্লাপুর গ্রামের বিলকিস (৩৫),রিপা(৩০),সুরাইয়া(৩৫), আরাম মবাড়িয়া গ্রামের সালমা(২৩)।আহত সালমা ও নাসরিনের পা ভেঙে গিয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
এ ব্যাপারে রাতেই ঘটনাস্থল থেকে ঘাতক পাওয়ার ট্রলিটিকেও উদ্ধার করে লালপুর থানা পুলিশ।
এ বিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান জানান ইপিজেড কর্মীরা এখনও কোন অভিযোগ দায়ের করেননি ট্রলি থানায় আটক আছে।
আপনার মতামত লিখুন :