লালপুরে শীত কালীন পিঠা উৎসব


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২২, ৭:১৩ অপরাহ্ন / ৩৭৯
লালপুরে শীত কালীন পিঠা উৎসব

 

মেহেরুল ইসলাম মোহন নাটোর

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নাটোরের লালপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩শে নভেম্বর-২২)লালপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে দুপুরে লালপুর উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে নকশি,ভাপা,পাকুয়ান,রস পুলি,মাছ পিঠা,গোলাপ পিঠা, বকুল পিঠা,ঝালপুলি,খাজা,
কুসলি,ত্রিভুজ,মরিচ, নারকেল,কামরাঙা, ডিমসুন্দরী,হৃদয়হরণ, খরগোশ,জামাই-বউ,পাখিসহ আরও বাহারি রকমের পিঠা দিয়ে ১১টি স্টল বাহারি সাজে সজ্জিত করা হয়।
উক্ত পিঠা উৎসব অনুষ্ঠান উদ্বোধন করেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)শামীমা সুলতানা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী প্রমুখ।
এ ছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক,শিক্ষার্থী সহ বিভিন্ন সূধীজনরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বলেন, বাংলাদেশ হচ্ছে ১২ মাসে ১৩ পার্বনের দেশ।প্রতিমাসেই লেগে থাকা পার্বণের মধ্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পিঠা উৎসব।নতুন প্রজন্মকে এইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়ার এ উদ্যোগকে সাধুবাদ জানাই। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবখানে, ছড়িয়ে পড়ুক নবান্নের ঘরে ঘরে।