লালপুরে সোনালী ব্যাংক স্থানান্তরিত, নতুন ভবনের উদ্বোধন


প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২২, ৭:৪৭ অপরাহ্ন / ৬৮৬
লালপুরে সোনালী ব্যাংক স্থানান্তরিত, নতুন ভবনের উদ্বোধন

লালপুর প্রতিনিধি ঃ

নাটোরের লালপুরে সোনালী ব্যাংক লিমিটেড শাখা স্থানান্তরিত,নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২রা অক্টোবর-২০২২) লালপুর উপজেলার গোপালপুর বাজারে নিকেতন ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ শাখার কার্যক্রম চালু করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ শহিদুল ইসলাম বকুল বলেন,সোনালী ব্যাংকের এই নতুন ভবনে নতুন করে যাত্রা শুরু হলো। এর মাধ্যমে এ অঞ্চলের বৃহত্তর জনসংখ্যা নতুন আঙ্গিকে সর্বোচ্চ সেবা পাবে বলে প্রত্যাশা রাখি।
এ সময় সুষম সেবা আদান-প্রদানের মাধ্যমে ব্যাংক স্টাফ এবং গ্রাহকদের আত্মিক বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের নাটোর প্রিন্সিপাল অফিসের ডিজিএম ফরিদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, শাখা ব্যবস্থাপক উজ্জ্বল কুমার, আবুল হাশেম, বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন প্রমুখ।