লালপুরে ৫০০ জন জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাউল বিতরণ


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২২, ৯:০৯ অপরাহ্ন / ৪৬৮
লালপুরে ৫০০ জন জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাউল বিতরণ

 

মেহেরুল ইসলাম মোহন নাটোর

ইলিশ সংরক্ষণ অভিযান-২২ এর আওতায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে লালপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ৫০০ জন জেলেদের মাঝে ২৫ কেজি করে বিশেষ ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(২০শে অক্টোবর-২২)দুপুরে লালপুর উপজেলা পরিষদ চত্বরে নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল উপস্থিত থেকে জেলেদের মাঝে চাউল এই বিতরণ করেন।
এ সময় লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা,উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়,আওয়ামী লীগ নেতা রোকোনুল ইসলাম লুলু,বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন সূধীজন উপস্থিত ছিলেন।