মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাট জেলার কৃতি সন্তান জনাব অ্যাড. মোঃ মতিয়ার রহমান মহোদয় এর ৩য় বারের মত জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে- সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ নভেম্বর) রাত ৮টায় লালমনিরহাট চেম্বার ভবনে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এতে সংবর্ধিত অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট জেলা পরিষদের সদস্য মোছাঃ মেহেরুন নাহার মেরী। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। বক্তব্য রাখেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ্ব শাহ আলম শেখ, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোড়ল হুমায়ুন কবীর প্রমুখ। এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকবৃন্দসহ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :