মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা সদরের বড়বাড়ী ইউনিয়ন পরিষদে আজ বুধবার (২ নভেম্বর) উপ-নির্বাচন চলছে।
চলতি বছরের ১১ আগস্ট এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যু হওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য হয়।
নির্বাচন কমিশন আজ এ ইউনিয়ন পরিষদের নির্বাচন গ্রহণের তারিখ ঘোষণা করে। বড়বাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাংলাদেশ আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ২জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। মোট ১০টি কেন্দ্রে ভোট গ্রহণ নেয়া হচ্ছ। ইউনিয়নটিতে ভোটার সংখ্যা ২১হাজার ৮শত ২২জন। নির্বাচন শান্তিপূর্ণ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, বিজিবি, র্যাব টহল রয়েছে।
আপনার মতামত লিখুন :