লালমনিরহাটের ২টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট একুশ জনের মনোনয়নপত্র দাখিল


প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৪, ৯:৩৮ অপরাহ্ন / ৪০
লালমনিরহাটের ২টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট একুশ জনের মনোনয়নপত্র দাখিল

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি:

৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় পর্যায়ের সাধারণ নির্বাচনে লালমনিরহাট জেলার ২টি (কালীগঞ্জ, আদিতমারী) উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। রোববার (২১ এপ্রিল) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৫জন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে ১১জন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন মনোনয়নপত্র দাখিল করেছে। এ নির্বাচন দলীয়ভাবে না হলেও জেলার কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত একাধিক প্রার্থী রয়েছে।

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- রাকিবুজ্জামান আহমেদ, মাহবুবুজ্জামান আহমেদ, মোঃ তারিকুল ইসলাম তুষার। কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- মোঃ শাহজাহান প্রামানিক, মোঃ আবির হোসেন চৌধুরী, দেবদাস কুমার রায়, কমল কৃষ্ণ সরকার, মোঃ সাব্বির আহম্মেদ। কালীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- মোছাঃ নিলুফা আখতার, মোছাম্মাদ নাজনীন রহমান।

আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- মোঃ রফিকুল আলম, মোঃ ফারুক ইমরুল কায়েস। আদিতমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- মোঃ আশরাফুল আলম, মোঃ রাসেল মাহফুজ, মোঃ মাইদুল ইসলাম সরকার, চিত্ত রঞ্জন সরকার, শ্রী মিলন কুমার বর্মন, আব্দুর রাজ্জাক। আদিতমারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- মোছাঃ জেসমিন আকতার, মোছাঃ ছামসুন নাহার, মোছাঃ নার্গিস পারভিন আমিনা।

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফর কবীর সরকার বলেন, তফসিল অনুযায়ী ২য় পর্যায়ের মনোনয়নপত্র বাছাই হবে ২৩ এপ্রিল, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে এরপর প্রচারণা শুরু হবে। ২য পর্যায়ে লালমনিরহাটের ২টি (কালীগঞ্জ ও আদিতমারী) উপজেলায় ভোট হবে আগামী ২১ মে। এবারই প্রথম সব প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।