লালমনিরহাটে কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২২, ১:৩২ অপরাহ্ন / ৪০০
লালমনিরহাটে কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে জেলা সাহিত্য মেলা ২০২২ এর কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে লালমনিরহাট জেলা প্রশাসনের বাস্তবায়নে বাংলা একাডেমির সমন্বয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কবিতা আবৃত্তি করেন পি কে বিক্রম, মনোতষ চন্দ্র রায়, রিয়াজুল হক সরকার, জেসমিন নাহার বেগম, মাখন লাল দাস, মাহবুবার রহমান, মোঃ মাসুদ রানা রাশেদ, হেলাল হোসেন কবির, মোকলেছুর রহমান, জাহাঙ্গীর আলম, ফারুক আহমেদ সূর্য, রোকসানা পারভীন, ইব্রাহীম প্রমুখ।

ছড়া পাঠ করেন শশধর চন্দ্র রায়, শ ম শহীদ প্রমুখ।

প্রবন্ধ পাঠ করেন আমিনুল ইসলাম মিঠু, সুশান্ত কুমার রায় প্রমুখ।

গীতি কবিতা পাঠ করেন করম আলী প্রমুখ।

এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, বাংলা একাডেমি ঢাকার উপ-পরিচালক মোঃ আব্দুল্যাহ-আল ফারুক, প্রাবন্ধিক ও গবেষক নজরুল ইসলাম মন্ডল, বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মন্ডল, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ লালমনিরহাটের সম্পাদক ফেরদৌসী বেগম বিউটি, লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন রংপুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের সভাপতি মজিবর রহমান, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ কবি, সাহিত্যিক, ছড়াকার, প্রবন্ধকার, গবেষক, শিল্পী, সংগঠকসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।