মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটে বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের বৃহত্তর রংপুর অঞ্চলের অন্যতম কিংবদন্তি, কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলার অন্যতম প্রতিষ্ঠাতা, লালমনিরহাট জেলার বাম আন্দোলনের কিংবদন্তি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড চিত্তরঞ্জন দেব-এঁর ৩৭তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সিপিবি লালমনিরহাট জেলা কার্যালয়ে সিপিবি লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে কমরেড চিত্তরঞ্জন দেব-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কমরেড রঞ্জিত কুমার রায়, কমরেড রফিকুল ইসলাম, মধুসূদন রায়, নজমুল হক খাজা প্রমুখ। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ/ মনি
আপনার মতামত লিখুন :