লালমনিরহাটে চতুর্থ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২২, ৮:৩৯ অপরাহ্ন / ৩৬৬
লালমনিরহাটে চতুর্থ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে গুরু গৌরাঙ্গ জয়তু জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রেষ্ঠ এর শুভ অন্নপ্রাসন উপলক্ষে বিশ্বশান্তি ও মানবকল্যাণ চতুর্থ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও চতুর্থকালীন লীলাকীর্তন মহোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা (সরকারটারী) গ্রামের মৃণাল চন্দ্রের গৃহাঙ্গনে এ মহোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অধিবাস, পূজার্চনা ও শ্রীমদ্ভগত গীতাপাঠ, মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলাকীর্তন, দধীমঙ্গল, মহাপ্রভুর ভোগ, মহামিলন ও মহোৎসব সমাপ্তি, অধিবাস কীর্তন: স্থানীয় ভক্তবৃন্দ, নামসুধা বরিষণ, লীলা মধু বিতরণ হয়।

এ সময় আমন্ত্রিত অতিথি ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।