লালমনিরহাটে ছাত্রলীগ, ছাত্রদল ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের মাঝে হাতাহাতি!


প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২২, ১০:০৯ অপরাহ্ন / ৪৬৬
লালমনিরহাটে ছাত্রলীগ, ছাত্রদল ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের মাঝে হাতাহাতি!

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের মিশন মোড় চত্ত্বরে ছাত্রলীগ, ছাত্রদল ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে।

পরে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা চলে যায়।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকাল ৩টার দিকে যুব অধিকার পরিষদের পূর্ব ঘোষিত কর্মসূচি শুরুর আগে ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা পরিষদ অডিটোরিয়াম গিয়ে তাদের ধাওয়া দিয়ে বের করে দেয়। এরপর ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে মিশন মোড় আসার সময় এক ছাত্রদল নেতা ও তার সহযোগীর সাথে ছাত্রলীগ নেতাদের হাতাহাতির ঘটনা ঘটে। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে মিশন মোড় ত্যাগ করে। ঘটনার পর বর্তমানে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে।