লালমনিরহাটে জাতীয় কন্যা শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে কন্যা শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২২, ১২:৫৯ অপরাহ্ন / ৩২৫
লালমনিরহাটে জাতীয় কন্যা শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে কন্যা শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে “সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার” শ্লোগান নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে কন্যা শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন (নতুন) এ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ শিশু একাডেমি ও আর ডি আর এস বাংলাদেশ লালমনিরহাটের আয়োজনে এ কন্যা শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অঃদাঃ) রশিদা খাতুন, লালমনিরহাট জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (চলতি দায়িত্ব) তুহিনুর রহমান তুহিন, লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ইসমত জাহান, লালমনিরহাট জেলা সমাজসেবা অফিসার (রেজিঃ) উম্মে সালমা রুমা, লালমনিরহাট ডিবি পুলিশ পরিদর্শক মুসা, আল নাহিয়ান শিশু পরিবারের শিক্ষার্থী রোকসানা আক্তার সেতু, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।