লালমনিরহাটে জেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২২, ৩:০৪ অপরাহ্ন / ৩৮৩
লালমনিরহাটে জেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাটে জেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠিত
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে জেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান, সদস্য, সদস্যা মহোদয়গণের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ইন্দ্রারপাড়স্থ তাহমিদুল ইসলাম বিপ্লব বিদ্যাপীঠের পক্ষ থেকে এ সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তাহমিদুল ইসলাম বিপ্লব বিদ্যাপীঠের অধ্যক্ষ সাজ্জাদ হোসেন শিমুল-এঁর সভাপতিত্বে মহেন্দ্রনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর বাদশা-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সফুরা বেগম রুমী। আমন্ত্রিত অতিথি ছিলেন লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, সদস্য এরশাদ হোসেন জাহাঙ্গীর, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার রানা, সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম খান, ইঞ্জিঃ আসাদুজ্জামান আসাদ, মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান মন্ডল বাদল, পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বসুনিয়া, রাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মোফা, কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী সরকার, গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার টোটন, বড়বাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশরাফুল হাবিব। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পরিষদের সংরক্ষিত সদস্যা মেহেরুন নাহার মেরী, সদস্য তাহমিদুল ইসলাম বিপ্লব, চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান প্রমুখ। এ সময় তাহমিদুল ইসলাম বিপ্লব বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে লালমনিরহাট জেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সদস্যা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।