লালমনিরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২২, ৯:৪২ অপরাহ্ন / ৫৫৬
লালমনিরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটে “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” স্লোগান নিয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় লালমনিরহাটের কালেক্টরেট মাঠে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউসুফ আলী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। এ সময় লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, লালমনিরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদ্বোধনী অনুষ্ঠানের মোট ৬০টি স্টল বরাদ্দ দেয়া হয়। তন্মধ্যে ৫৪টি স্টল উপস্থিত থাকলেও অনুপস্থিত রয়েছে ‘ডিজিটাল সেন্টার, পাটগ্রাম, লালমনিরহাট।’, ‘স্থানীয় উদ্ভাবন/ স্টার্টআপ, লালমনিরহাট।’, ‘পাটগ্রাম উপজেলা, লালমনিরহাট।’, ‘সড়ক ও জনপথ বিভাগ, লালমনিরহাট।’, ‘গণপূর্ত বিভাগ, লালমনিরহাট।’, ‘জেলা কারাগার, লালমনিরহাট।’