লালমনিরহাটে মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২২, ৬:৪০ অপরাহ্ন / ৩৪৮
লালমনিরহাটে মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটে মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ হ্রাসকল্পে মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরহাট ফুটবল খেলার মাঠে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লালমনিরহাট ও লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থা লালমনিরহাটের সহযোগিতায় এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আলী আসলাম হোসেন, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ মন্ডল। বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী আশরাফুল আলম, লালমনিরহাট পুলিশ পরিদর্শক মোঃ মুসা প্রমুখ। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লালমনিরহাটের সহকারী পরিচালক খায়রুল বাশার, রাসা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি কৃষিবিদ নাজমুল ইসলাম ওয়াকিল, ইউপি সদস্য-সদস্যা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, উন্নয়নকর্মী, সাংবাদিকবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালক বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থার সমন্বয়কারী এনামুল হক টিপু।