লালমনিরহাটে সাম্প্রদায়িক সংহিসতা চিরতরে বন্ধ সহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে গণ অনশন কর্মসূচি অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২২, ৮:৫৫ অপরাহ্ন / ৪৫৮
লালমনিরহাটে সাম্প্রদায়িক সংহিসতা চিরতরে বন্ধ সহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে গণ অনশন কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে “ধর্ম যার যার ধর্মীয় রাষ্ট্র নয়, রাষ্ট্র সবার ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই” স্লোগান নিয়ে মানবাধিকারের সংগ্রাম চলছেই, চলবেই সাম্প্রদায়িক সংহিসতা চিরতরে বন্ধ সহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সারাদেশে জেলা/উপজেলা/ পৌরসভায় সকাল-সন্ধ্যা গণ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সকাল ৬টা-সন্ধ্যা ৬টা পর্যন্ত লালমনিরহাটের শ্রী শ্রী গৌরীশংকর গোশালা সোসাইটি চত্বরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এ গণ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন রায়, সভাপতি অ্যাড. বিধু ভূষণ রায় সাবু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অবিনাশ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরা লাল রায় প্রমুখ। সঞ্চালক বিশ্বনাথ রায় বিশ্ব।

এতে সংহতি প্রকাশ করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখা, ছাত্র যুব ঐক্য পরিষদ সদর উপজেলা ও জেলা শাখা, শিক্ষক ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি-সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানিয়ে দলে দলে যোগ দিয়ে, সমঅধিকারের আন্দোলনকে বেগবান করার আহবান জানানো হয়।