লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন ছাতকের মুন্না ।।


প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২২, ৫:০৮ অপরাহ্ন / ৪৯২
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন ছাতকের মুন্না ।।

 

সেলিম মাহবুব, ছাতকঃ
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন ছাতক উপজেলার বিজয় আহমদ মুন্না নামের এক যুবক। এক প্রবাসী ও তার পারিবার সুত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে সাগর পথে ১২০ জনের একটি দল রওয়ানা দিলে সাগরে নৌকা ডুবির ঘটনা ঘটে। নৌকা ডুবির ঘটনায় ৪ জনের মৃত্যু প্রাথমিক ভাবে জানা গেছে। এ দিকে মুন্না সহ অনেকেই নিখোঁজ রয়েছেন। এ নৌকা ডুবির ঘটনায় ৪ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেলেও মৃত্যুর সঠিক সংখ্যা এখনো জানা যায় নি। এক সপ্তাহ ধরে নিখোঁজ বিজয় আহমদ মুন্নাসহ ৭ জনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছেনা। দুর্ঘটনা কবলিত অনেককেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। বিজয় আহমদ মুন্না ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর-লক্ষীপুর গ্রামের জইন উদ্দিন আহারের পুত্র। মঙ্গলবার ছেলে নিখোঁজের খবর পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন জইন উদ্দিন আহার ও তার স্বজনরা। ছেলের সংবাদ পেতে তিনি দেশ- বিদেশের সংশ্লিষ্ট সকল সরকারি ও বেসরকারি সংস্থার সহযোগিতা কামনা করেছেন।
জইন উদ্দিন আহারঃমোবাইল নাম্বার 01751754285
01712735681###


There is no ads to display, Please add some