শালিখায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২২, ৯:৫০ অপরাহ্ন / ৩৭৫
শালিখায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত

 

সাইফুল ইসলামঃ শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ

উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে মাগুরার শালিখায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উদ্ভোদন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্ভোদন করেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বিরেন শিকদার ( সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী) । ০৭ নভেম্বর ২০২২ খ্রি সোমবার সকাল ৯টা হতে দিনব্যাপী শালিখা উপজেলা পরিষদ চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়। মন্ত্রী পরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে এটুআই- এর উদ্যোগে সমগ্র দেশের স্থানীয় প্রশাসনের ন্যায় শালিখা উপজেলাতেও ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে। মেলাতে মোট ৩০টি স্টল ও ৪ টি প্যাভিলিয়ন বসানো হয়েছে। উদ্ভোদনী অনুষ্ঠান শেষে উপজেলা মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.শ্রী বীরেন শিকদার এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে তহমিনা মিতু,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নেছা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্যামল কুমার দে, মাগুরা জেলা পরিষদের সদস্য আবু হানিফ মুন্সী। আরো উপস্থিত ছিলেন ধনেশ্বরগাতী ইউপি চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার সহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ড.শ্রী বীরেন শিকদার এমপি বলেন, আমরা ডিজিটাল যুগে বসবাস করছি। বর্তমান সময়ে সবাই প্রযুক্তি নির্ভর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ প্রযুক্তি নির্ভর হয়েছে। ডিজিটাল মেলায় নিজের মেধার উপস্থাপন করা হচ্ছে। কে কত প্রযুক্তিকে কাজে লাগাতে পারছে তার মেধাকে তুলে ধরার জন্য এই ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে তিন ক্যাটাগরিতে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান কারীদের পুরষ্কার প্রদান করা হয়।

সাইফুল ইসলাম
শালিখা প্রতিনিধি
০৭/১১/২২