শালিখায় বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২২, ৮:৪৩ অপরাহ্ন / ৩৮৪
শালিখায় বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

শালিখা (মাগুরা) প্রতিনিধি:

না ফেরার দেশে চলে গেলেন মাগুরার শালিখা উপজেলার বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল।গোলাম রসুল উপজেলা সদর আড়পাড়া গ্রামের বাসিন্দা (পূর্ব পাড়া) গোপাল শেখের ছেলে।বুধবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।বৃহস্পতিবার বিকাল ৩ টায় শালিখা উপজেলা প্রশাসন কর্তৃক বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুলকে রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার) প্রদান শেষে আড়পাড়া সরকারি গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়। বীর মুক্তিযোদ্ধা গোলাম রসূলের ছোট ছেলে পিকুল শেখ জানান, আমাদের বাড়িতে সরকারিভাবে একটা বীরনিবাস করা হচ্ছে যার কাজ দুই তৃতীয়াংশ শেষের পথে অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস আমার বাবা নতুন ঘরে থেকে যেতে পারলেন না এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর বলেন, আজ আমরা আমাদের এক সহযোদ্ধাকে হারালাম দেশ ও দশের প্রতি যার অবদান অনস্বীকার্য সহযোদ্ধার নানা স্মৃতি বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেলেন তিনি।