শাহজাদপুরের সৈয়দপুরে এক কৃষকের লাশ উদ্ধার


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২২, ৯:০২ অপরাহ্ন / ৪৮৩
শাহজাদপুরের সৈয়দপুরে এক কৃষকের লাশ উদ্ধার

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কৃষি জমি থেকে শামসুল হক মোল্লা (৪৮) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শামসুল হক সৈয়দপুরের মৃত জালাল হোসেনের ছেলে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর এখানে ফেলে রাখা হয়।

মঙ্গলবার সকালে তার লাশ জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জমি কৃষি থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান- মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকেরা সৈয়দপুর জমির মাঠে গেলে শামসুল হকের লাশটি পড়ে থাকতে দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা লাশটি উদ্ধার করে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর লাশটি সেখানে ফেলে রেখে যায়। ঘটনাস্থলে থাকা এসআই মালেক জানান- লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


There is no ads to display, Please add some