শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চলতি মৌসমে প্রণোদনার আওতায় শরিষা, গম, ভুট্টা, শীত কালীন পিঁয়াজ, মুগ, মসুর সহ বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে করা হয়। গতকাল রবিবার উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসাবে সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান এসব স্যার ও বীজ বিতরণ করেন।
পরে এক আলোচনা সভা কৃষি অফিস সভাকক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা আল-মুজাহিদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ মোসলেমা খাতুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ কুমার সরকার, উজ্জ্বল হোসেন, মোহসিনা খাতুন, মোঃ জুয়েল, খোরশিদা বিনতে আলম, নাজমুল হক প্রমুখ। উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায় রবি মৌসুমে এই প্রণদনার আওতায় প্রায় ৪ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে। একই সময়ে প্রধান অতিথি “সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ” প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় ভর্তূকিমূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্র বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :