আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে বীরমুক্তিযোদ্ধা মরহুম দলিলুর রহমান দুলাল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ নভেম্বর ) বিকেলে শিয়ালকোল উত্তর সারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায়- এ আর ট্রেডিং কর্পোরেশন, শালদার ৩-২ গোলে আন্তঃকুড়া ফুটবল একাদশকে পরাজিত করে কোয়াটার ফাইনালে উন্নীত হয়েছে। গোল প্রতিগোলের খেলায় উভয় দল চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি) হুমায়ূন কবীর।
এ খেলার সভাপতিত্ব করেন, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ সেলিম ।
বীর মুক্তিযোদ্ধা মরহুম দলিলুর রহমান দুলাল স্মৃতি গোল্ড কাপ ফুটবল টূর্ণামেন্ট কমিটির সাধারণত সম্পাদক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আমিনুর ইসলাম।
খেলায় ধারাবিবরণী করেন মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
উক্ত অনুষ্ঠিত খেলায় ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধারা, আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সুধীজন, গুনীজনরা, ফুটবল প্রেমিকেরা সহ কয়েক হাজার দর্শক উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন।
জানা যায় যে, নক আউট পর্বের খেলায় মোট ১৬ টি দল অংশ গ্রহণ করছে।
আপনার মতামত লিখুন :